গুইমারায় র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন / ৫০
গুইমারায় র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১ আগষ্ট-২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলার গুইমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার দীপেন চাকমা। উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মিজানুর রহমান প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র সহ-সভাপতি মো. হারুন মিয়া ও গুইমারা মৎস্য অফিসের মাঠ কর্মকর্তা ম্রাসানাই মারমা।

পোনা মাছ অবমুক্তকরণে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। সবশেষে ৩ জন সফল মৎস্যজীবিকে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করে পুরস্কৃত করা হয়।