এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় এবং বড়পিলাকস্থ আর্ত যুব সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে অ-প্রাতিষ্ঠানিক গবাদী পশু ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
৪ নভেম্বর-২০২৪ সোমবার বিকাল ৪ টায় জেলার গুইমারা উপজেলার বড়পিলাক পাড়াকেন্দ্রে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০২৪-২০২৫ খ্রি. অর্থ বছরের ৭ (সাত) দিন ব্যাপী অ-প্রাতিষ্ঠানিক গবাদী পশু ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং আর্ত যুব সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে গবাদী পশু ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন গুইমারা থানার অফিসার্স ইনচার্জ এনামুল চৌধুরী। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাং মিজানুর রহমান, এতে আরও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার যথাক্রমে, মো. শাহ আলম ও মোশারফ হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্ত যুব সমাজ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জুয়েল আজিজ, উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে অত্র এলাকার যুব মহিলা ২৬ জন ও পুরুষ ৪ জন সর্বমোট ৩০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ শেষে আর্ত যুব সমাজ কল্যাণ ফোরামের মৎস্য চাষ প্রকল্পে পুকুরে মাছ ছেড়ে মৎস্য চাষ প্রকল্প শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন যুব উন্নয়ন অধিদপ্তরের এই প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিক ভাবে কাজে লাগিয়ে সকলে সফলতা অর্জন করবেন। তার সাথে সাথে দেশ ও জনগণের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান এবং বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ করা হয়।
আপনার মতামত লিখুন :