গুইমারার মধ্যহাফছড়িতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন / ৩৪৬
গুইমারার মধ্যহাফছড়িতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যহাফছড়িস্থ এলাকাবাসী ও দারুস সুফ্ফাহ নূরাণী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র উদ্যোগে মাদ্রাসা ময়দান হাফেজে কুরআনদের দস্তারবন্দি ও ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

৩০ ডিসেম্বর-২০২২ খ্রি. শুক্রবার বাদে জুমা গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যহাফছড়িস্থ এলাকাবাসী ও দারুস সুফ্ফাহ নূরাণী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র উদ্যোগে মাদ্রাসা ময়দান হাফেজে কুরআনদের দস্তারবন্দি ও ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি, মাওলানা ক্বারী ওসমান গণি’র সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ও আখেরী মুনাজাত পরিচালনা করেন, শায়েখ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ, ইমাম ও খতীব, ধর্ম মন্ত্রণালয়, নিয়মিত ক্বারী, জাতীয় রেডিও, কাতার।

উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মাহবুবুর রহমান, খতীর, চরফ্যাশন কেন্দ্রীয় জামে মসজিদ। হাফেজ ক্বারী যোবায়ের আহমদ তাশরিফ, খতীব, মোহাম্মদী জামে মসজিদ, তুরাগ, ঢাকা। অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে কুরআন তিলাওয়াত করেন, আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত কুরআনে হাফেজ, হাফেজ তরিকুল ইসলাম-ঢাকা প্রমুখ।

মুহাম্মদ মহিউদ্দীন জামিলের সঞ্চালনায় উক্ত ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, হাফিজ আহম্মদ, চেয়ারম্যান, এইচ এ গ্রুপ অব কোম্পানী ও ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম-ঢাকা।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হাফেজ মুহাম্মদ আমিনুল ইসলাম। এতে আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো মধ্যহাফছড়িস্থ এলাকাবাসী ও দারুস সুফ্ফাহ নূরাণী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র উদ্যোগে মাদ্রাসা ময়দান হাফেজে কুরআনদের দস্তারবন্দি ও ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল।