এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২৫ জুন-২০২৪ মঙ্গলবার সকালে সিন্দুকছড়ি জোনে
পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা সরকারি কলেজের প্রিন্সিপাল মো. নাজিম উদ্দিন, গুইমারা থানার (ওসি) মো. আরিফুল আমিন, মানিকছড়ি থানার (ওসি) মো. আজগর হোসেন, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক মো. মোকতাদের হোসেন, সাংবাদিক আবুল বাশারসহ আরও অনেক শিক্ষক, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্যবাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।
আপনার মতামত লিখুন :