গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২২, ৮:৫৩ অপরাহ্ন / ৪২৯
গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

 

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, মোতাছেম বিল্যাহ’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেমং মারমা।

১৭ ডিসেম্বর-২০২২ খ্রি. গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. বাবলু হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ রশিদ, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কংজরী মারমা, গুইমারা উপজেলা প্রাণি ও সম্পদ অফিসার, ডা. আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার, ওঙ্কার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, হাসিনা আক্তার প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, ম্রাসাথোয়াই মগ, মুক্তিযোদ্ধা, শাহ আলম, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সবধর্মীনি, গুইমারা সরকারি কলেজের জীব বিজ্ঞান প্রভাষক, অর্জুন দেব নাথ, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান, নির্মল নারায়ন ত্রিপুরা, ২নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান, মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান, রেদাক মারমা, গুইমারা প্রেস ক্লাব সভাপতি, নুরুল আলমসহ সরকারি বে-সরকারী কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

এ সময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার, মো. মোতাছেম বিল্যার বিদায় উপলক্ষে অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা, প্রশাসনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ভাবে তাকে ক্রেজ দিয়ে সম্মাননা করেন।
বিদায় লগ্নে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার, মোতাছেম বিল্যাহ বলেন, গুইমারায় আমি অল্প সময় কাজ করেছি। সবার সাথে মিলে মিশে কাজ করার চেষ্টা করেছি। এর ভিতর কারো কোনো মনে কষ্ট দিলে অন্তরের অন্তস্থল হতে ক্ষমাপ্রার্থী। এ ছাড়াও বিভিন্ন বক্তব্য তুলে ধরেন তিনি।

গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেমং মারমা বলেন, উপজেলা নির্বাহী অফিসার, যত দিন গুইমারা ছিলেন তিনি চেষ্টা করেছেন উন্নয়নের কাজ করার। এই অল্প সময়ে তিনি অনেক উন্নয়ন কাজ করেছেন বিভিন্ন দূর্গম এলাকায় গিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তার এই উন্নয়ন কর্মকান্ড কখনোই ভুলবার নয়। তিনি যেখানেই যাবেন তার এই কাজের ধারা অব্যহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।