গুরুদয়াল সরকারি কলেজে বার্ষিক সীরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৭:৪০ অপরাহ্ন / ৪০
গুরুদয়াল সরকারি কলেজে বার্ষিক সীরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

গুরুদয়াল সরকারি কলেজর উদ্যাগে আয়োজিত বার্ষিক সীরাত ও দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অত্যন্ত উৎসব মুখর ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বার্ষিক সীরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যাক্ষ প্রফেসর আ না ম মুশতাকুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মেহেদী হাসান, এই কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ আজহারুল ইসলাম। মহান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ।

এছাড়াও এই কলেজের শিক্ষকবৃন্দ ও এতদঞ্চলের ইসলামী চিন্তাবিদগণ অনুষ্ঠানে আলোচনা করেন। কলেজের শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন এমন চমৎকার একটি আয়োজনের জন্য এবং তাকে দাওয়াত করার জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি তাঁর আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীকে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করেন। প্রথম ভাগে তিনি হযরত মুহাম্মদ (সা.) এর শৈশব ও কৈশোর, দ্বিতীয় ভাগে মহানবীর হেরাগুয়ায় ধ্যান করা এবং নবুয়্যাত প্রাপ্তি এবং তৃতীয় ভাগে মহানবীর মদীনা জীবন নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ না ম মুশতাকুর রহমান কলেজের সকল শিক্ষার্থী এবং বিশ্ববাসীকে হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।