স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর ২০২২) সকাল সাড়ে নয়টায় “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্বোগানে যুবদের নিয়ে র্যালির আয়োজন করা হয় । র্যালিটি উপজেলার ভিতর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মধ্যে দিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন (মিলি),যুব কর্মকর্তা মোঃ সোহেল রানা, গোদাগাড়ী উপজেলা সহকারী ( ভূমি) কর্মকর্তা মোঃ সবুজ,সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাহাদুজ্জামান (সুজন) সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল এছাড়াও আরো উপস্থিত ছিলেন অগ্রণী যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ মামুন সরকার, সাধারণ সম্পাদক মোঃ ইসহাক, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, কোষাধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম, সদস্য সচিব মোঃ শাহরিয়ার রাব্বী, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম মিনাল(গণমাধ্যম কর্মী),নির্বাহী সদস্য মোঃ শাহাদাত হোসেন,নির্বাহী সদস্য মোঃ তৌহিদুল ইসলাম সাগর, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনি, মোঃ মাসুদ আলম (মানিক)(নবীন গনমাধ্যম কর্মী) সহ সংগঠনটির অর্ধশত স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।এছাড়াও অন্যান্য সংগঠনগুলোর মধ্যে রানী নগর যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ হাসানুজ্জামান ,পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি অবসর প্রাপ্ত অধ্যাপক এবিএম কামরুজ্জামান বুকুল,এই সময় আরো অনেকে এইসময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নয়জন যুব উদ্যোক্তাদের মাঝে সব মোটা ছয় লক্ষ আশি হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :