

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।
গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ বশির আহাম্মেদ, গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কর, মাহমুদ বাগ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :