নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণো বন্ধু বিশ্বাস।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তাঁরা উপজেলা প্রশাসনের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজন এ সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তাঁরা জানান, পুলিশ প্রশাসন মাঠে না থাকায় এক শ্রেণীর লোক সুবিধা নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। সেটা কোনভাবেই কাম্য নয়। বিএনপি এর সমস্ত কাজে বিশ্বাস করে না এবং দলীয় কোন নেতা কর্মী এর সমস্ত কাজে জড়িত না।
এর সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সভাপতি নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপি’র সভাপতি আবুল কাশেম মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইদুল মন্ডল, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমদ, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বিএনপি’র নেতারা বলেন, এখন থেকে ভালোভাবে সাধারণ মানুষের সাথে কাজ করবেন। পূর্বের বিষয় ভুলে গিয়ে দেশটাকে গড়ার কাজে সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। তাই আমাদের ভুল-ক্রটি হতে পারে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন।
আপনার মতামত লিখুন :