নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়নে রেস্ট হাউজে রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি’র পক্ষ থেকে ৬শ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার ১ আগষ্ট বিকেল ৪ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে রেস্ট হাউসের মাঠ চত্বরে আলহাজ্ব কাজী কেরামত আলী’র ব্যক্তিগত উদ্যোগে ৬ শ ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্রদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম (আশরাফ) এর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ি ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা আ’লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণো বন্ধু বিশ্বাস, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেন্টি, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ,রাজবাড়ী জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতর আলী সরদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :