গোয়ালন্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ শোভাযাত্রা


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন / ৭৩
গোয়ালন্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ শোভাযাত্রা

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

দেশ মাতৃকা ও বিশ্ব জননী সকল সন্তানের মঙ্গল কামনায় শ্রীকৃষ্ণ সেবা সংঘ মঠ মন্দির শ্রী অঙ্গনের ১৮ তম বার্ষিকী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ শোভা যাত্রা ও ১৭ তম বার্ষিকী ৩২ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। পবিত্র শ্রীমদ্ভগবত গীতাপাঠ পাঠক ডা. সুধীর কুমার বিশ্বাস।

৭ জুলাই রবিবার বিকেল ৫ টায় বিজয় বাবুর পাড়া মঠ মন্দিরে রথ শোভাযাত্রার অনুষ্ঠানটি শুরু হয়ে আগামী ১৬ জুলাই তারিখ পর্যন্ত চলবে।

গোয়ালন্দ শ্রীকৃষ্ণ সেবা সংঘের রথযাত্রা কমিটির সভাপতি অপূর্ব সাহা দ্বিজেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী তিতাস কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবু বিপ্লব ঘোষ, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ শোভা যাত্রার উদ্বোধক গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণো বন্ধু বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রাব্বানী, পৌর সভার প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলুল হক, গোয়ালন্দ উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা শ্রীকৃষ্ণ সেবা সংঘের উপদেষ্টা কৃষ্ণ ভক্ত, খনাদেবী বিশ্বাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা প্রমুখ।

মঠ মন্দির থেকে রথ শোভাযাত্রা বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মঠ মন্দিরে রথ শোভাযাত্রাটি প্রথম দিনের মত শেষ হয়। উৎসব অঙ্গন মঠ মন্দির শ্রীঅঙ্গন(বিজয় বাবুর পাড়া) ৪নং ওয়ার্ড গোয়ালন্দ, আয়োজনে শ্রীকৃষ্ণ সেবা সংঘ মাঠ মন্দির শ্রী অঙ্গন গোয়ালন্দ রাজবাড়ী।


There is no ads to display, Please add some