গ্রাম আদালত বিষয়ক ঢাকায় ৪ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন / ৫১
গ্রাম আদালত বিষয়ক ঢাকায় ৪ দিন ব্যাপী বুনিয়াদি  প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুর প্রসাদ রায়,
ভ্রাম্যমান প্রতিনিধি-

ঢাকা জেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন মো. শওকাত আলী, উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা ঢাকা। প্রশিক্ষণের সময় সীমা ১০ মার্চ-১৩ মার্চ ২০২৫ খ্রি. তারিখ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের প্রকল্পের প্রতিনিধি মশিউর রহমান চৌধুরী (লিগাল এক্সপার্ট), ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি নজরুল ইসলাম (প্রকল্প সমন্বয়কারী)। প্রশিক্ষণ সঞ্চালনা করেন
নাজমুল হাসান, ডিসট্রিক্ট ম্যানেজার, ঢাকা জেলা। এ ছাড়াও প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সাভার, ধামরাই এবং কেরানীগঞ্জ উপজেলার হিসাব সহকারী কাম কম্পিউটার ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ। প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচার ব্যবস্থা, মামলার ধরন প্রকৃতি, মামলা দেওয়ার সময়সীমা জরিমানা ও ক্ষতিপূরণ প্রভৃতি বিষয়ে হাতে কলমে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়। গ্রামীণ অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচার প্রাপ্তির অভিগম্যতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ-এর উদ্যোগে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের ৮ টি বিভাগের ৬১ টি জেলার ৪৬৬ টি উপজেলার ৪৪৫৭ টি ইউনিয়নে ২০২৩-২০২৭ মেয়াদে দেশের সকল ইউনিয়ন পরিষদে (পাবর্ত্য অঞ্চলের এটি জেলা ব্যতিত) বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বা Activating Village Courts in Bangladesh Phase III project এ প্রক্রিয়ার অংশ হিসাবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ২৫ টি জেলার ১৫৪ টি উপজেলার ১৪৯৫ টি ইউনিয়নেয় মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশন।


There is no ads to display, Please add some