ঠাকুর প্রসাদ রায়,
ভ্রাম্যমান প্রতিনিধি-
ঢাকা জেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় অদ্য ১৯-২০ মার্চ ২০২৫ খ্রি. দুই (২) দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ ১৯ মার্চ-২০২৫ খ্রি. বুধবার ঢাকার পদক্ষেপ প্রশিক্ষণ কেন্দ্র, ঢাক জেলার ৫ টি উপজেলা-সাভার, ধামরাই, নবাবগঞ্জ, দোহার এবং কেরানীগঞ্জের উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, উপজেলা সমাজসেবা অফিসারগণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন মো. শওকাত আলী, উপ-পরিচালক স্থানীয় সরকার, ঢাকা। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা। প্রধান অতিথি বক্তব্য প্রশিক্ষণে প্রশিক্ষণ অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন-বাংলাদেশের গ্রাম আদালত বিচার ব্যবস্থা, গ্রাম আদালতের মামলার ধরণ এবং আমাদের এখতিয়ারভুক্ত মামলা গুলো কিভাবে দ্রুত নিষ্পত্তি করতে পারি এ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং গ্রাম আদালত সক্রিয়করণে যে সমস্ত চ্যালেঞ্জ বা বাধা আছে সেগুলো ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ ছাড়াও গ্রাম আদালত আইন, বিধিমালা অনুযায়ী কি ধরনের পরিবর্তন আনা দরকার। আপনাদের সুচিন্তিত পরামর্শ সুপারিশ আমরা সংস্কার কমিশনের সাথে আলোচনা করে গ্রাম আদালতকে কিভাবে আরও গতিশীল করা যায় সে বিষয়ে সুপারিশ করব। বাংলাদের গ্রামীণ অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচার প্রাপ্তির অভিগম্যতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ- এর উদ্যোগে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের ৮টি বিভাগের ৬১ টি জেলার ৪৬৬ টি উপজেলার ৪৪৫৭ টি ইউনিয়নে ২০২২-২০২৭ মেয়াদে দেশের সকল ইউনিয়ন পরিষদে (পাবর্ত্য অঞ্চলের এটি জেলা ব্যতিত) বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বা Activating Village Courts in Bangladesh Phase III project এ প্রক্রিয়ার অংশ হিসেবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ২৫ টি জেলার ১৫৪ টি উপজেলার ১৪৯৫ টি ইউনিয়নেয় মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশন। উক্ত প্রশিক্ষক প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন এ্যাডভোকেট সাইদুর রহমান, ন্যাশনাল কনসালটেন্ট, ইউএনডিপি। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন প্রকল্পের ঢাকা জেলা ব্যবস্থাপক নাজমুল হাসান।
আপনার মতামত লিখুন :