হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম কোহাজ্জেল হোসেন (১৫)। সে একই গ্রামের রুহুল আমিনের ছেলে।
মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান,
আজ শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায় কোহাজ্জেল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। কোহাজ্জেল গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :