আজিজুর রহমান (জয়নাল) স্টাফ রিপোর্টারঃ
সিলেট বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা কমিশনার ভুমি কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ। সোমবার (০৪ নভেম্বর) এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৭০হাজার টাকা জরিমানা করেন ভ্র্যাম্যমান আদালত।আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতা করে বিয়ানীবাজার থানা পুলিশ।
অভিযানে বিয়ানীবাজার চারখাই বাজারের সোনিয়া এন্ড প্রিয়াংকা রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, সাকিবুল আখনী এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও বনফুল এন্ড কোং ২০ হাজার টাকা। ময়লা আবর্জনা ও অপরিষ্কার রাখায় জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় মৌখিকভাবে সতর্ক করে ভ্রাম্যমান আদালত।
বিয়ানীবাজার উপজেলা কমিশনার ভুমি কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ বলেন,অসাধু ব্যবসায়ীরা বাজারে দ্রব্যমূল্যের দাম যাতে বাড়াতে না পারে এবং হোটেল রেস্টুরেন্ট যেন অপরিষ্কার ও ময়লা আবর্জনা না রাখে সেজন্য এমন অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :