

ডেস্ক রিপোর্ট :
চারদিনের অচলাবস্থার পর অবশেষে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
মালিক-শ্রমিকদের মধ্যে ঢাকার গাবতলী বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সমঝোতার মাধ্যমে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন গ্রুপের চেয়ারম্যান, রাজশাহী শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, নতুন সমঝোতা অনুযায়ী ঢাকা-রাজশাহী ও ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চালক ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা ও হেলপার ৬৫০ টাকা পাবেন। আর ঢাকা–কানসাট ও ঢাকা–রহনপুর রুটে চালকের বেতন হবে ১ হাজার ৯৫০ টাকা, সুপারভাইজার ৮০০ টাকা এবং হেলপার ৭০০ টাকা। এ ছাড়া খোরাকি ভাতা ২১০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। যাত্রাপথে শ্রমিকেরা বিনা টিকিটের কোনো যাত্রী তুলতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। তখন মালিকদের আশ্বাসে কাজে ফিরলেও দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর আবারও কর্মবিরতির ডাক দেন তারা। পরে দাবি মেনে নেওয়া হলেও মালিকপক্ষ অভিযোগ তোলে শ্রমিকদের অযৌক্তিক দাবি নিয়ে। এর জেরে গত বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, ঢাকার গাবতলীতে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে আপাতত বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
আপনার মতামত লিখুন :