চোখের জলে শেষ বিদায় ভারতের জাতীয় কংগ্রেসের নেতা আবুল বাসার লস্কর।।


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৮:১৫ অপরাহ্ন / ৩৭৫
চোখের জলে শেষ বিদায় ভারতের জাতীয় কংগ্রেসের নেতা আবুল বাসার লস্কর।।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের সাবেক বিধায়ক ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা জনাব আবুল বাশার লস্কর কে শেষ বিদায় জানানো হয়। আজ মগরাহাট পশ্চিমের অন্তর্গত উত্তর কুসুম উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শেষ জানাজা সম্পন্ন হয়। প্রয়াত আবুল বাশার লস্কর ছিলেন আজীবন ভারতের জাতীয় কংগ্রেসের একজন মহান সৈনিক। তিনি জীবনের শেষ দিন পযন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কোন পদ ছেড়ে অন্য দলে যোগ দেন নি। তিনি বহু বার বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জেল হাজতে গিয়েছিলেন। এবং তার লড়াই ছিল নীতি ও আদর্শের। তিনি বামফ্রন্ট ও বর্তমান তৃনমূল দলের অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। এবং মগরাহাট পশ্চিম থেকে ১৯৯৬,সালে, বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করে বামফ্রন্টের প্রার্থী অনুরাধা দেব কে পরাজিত করে পশ্চিম বাংলার বিধান সভায় যান। তিনি দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় কংগ্রেসের রাজনীতি তে যুক্ত ছিলেন। আজ তার শেষ বিদায় জানাজায় উপস্তিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ও সাবেক এম পি অধ্যাপক মনোরঞ্জন হালদার ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা আবদুর রাজ্জাক ও পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা মন্রী ও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের বামফ্রন্টের নেতা শাহনাজ মোকামি ও মুজাহিদ কবির এবং মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ও প্রয়াত আবুল বাশার লস্কর ভাই শামসুল হুদা লস্কর সহ ভারতের জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। তার শেষ কাজ পযন্ত উপস্থিত ছিলেন তার দুই পুত্র বড় বাবু ও ছোট বাবু।।