ছাতকে এক মাদক ব্যবসায়ীকে গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ।।


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৯:৩০ অপরাহ্ন / ৩৮২
ছাতকে এক মাদক ব্যবসায়ীকে গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ।।

 

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক পৌর শহরের পশ্চিম নোয়ারাই গ্রামের বাড়ি থেকে মাদক ব্যবাসায়ী সমছুল ইসলামকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে ছাতক থানার এস আই আতিকুল ইসলাম খন্দকার তাকে আধাকেজি গাঁজা সহ গ্রেফতার করেন। সমছুল ইসলামের পিতার নাম ছমরু মিয়া। পশ্চিম নোয়ারাই গ্রামে মা আমিরুন বেগম এবং মায়ের ২য় স্বামী সিকন্দর আলীর সাথে নানা বাড়ির ভিটায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে সমছুল ইসলাম।
এখানে মা ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। তাদের মাদক ব্যবসার কারণে এলাকার পরিবেশ বিনষ্টসহ যুবকরা বিপদগামী হচ্ছে এমন অভিযোগে ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী ও সংরক্ষিত নারী কাউন্সিলর নুরেছা বেগমসহ ও ওয়ার্ডবাসী থানায় একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সমছুল ইসলামকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার এস আই আতিকুল ইসলাম খন্দকার বাদী হয়ে ছাতক থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর (৩৬) ক ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের (নং২৪) করেছেন। ওই মামলায় মাদক ব্যবাসায়ী সমছুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়। ##