ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না – শহীদ উদ্দিন মাহমুদ স্বপন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন / ৭২
ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না – শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন জুলাই আগস্টে সংগঠিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না।

নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে,ছাত্র জনতা যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছে তার বাস্তবায়নের জন্য রাষ্ট্রের সংবিধান এবং ক্ষমতা কাঠামোর সংস্কার নিশ্চিত করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য,মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার করার জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে।
আজ বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জেএসডির সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব বলেন বিগত সময়ে ভয়ানক ফ্যাসিবাদ বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনরুদ্ধার করবার জন্য জাতীয় বীর আ স ম আবদুর রব ঘোষিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রাম চলছে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচার সভাপতিত্বে প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে মোসলেহ উদ্দিন বিজয়কে আহ্বায়ক শাহরিয়ার সৌখিন ও আদনান রাতুলকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।