ছাত্র পরিষদের চতুর্থ মিলন মেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন / ৭২
ছাত্র পরিষদের চতুর্থ মিলন মেলা অনুষ্ঠিত

নাবিউর রহমান (চয়ন) স্টাফ রিপোর্টার:- চিন্তার স্বাধীনতার জন্য অদলীয় ছাত্র রাজনৈতিক সংগঠন ছাত্র পরিষদ এর লড়াই সংগ্রাম জোরদার করলে ৪র্থ শিল্প বিপ্লবের অনিবার্য প্রগতি জাতির কল্যান বয়ে আনবে এমন প্রতিপাদ্যে। অদলীয় ছাত্র রাজনৈতিক সংগঠন ছাত্র পরিষদ এর কেন্দ্রিয় মিলন মেলা গত শুক্রবার, দিনব্যাপী, জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলা আবদুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, অদলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব স্বরূপ হাসান শাহীন। সিরাজুল আলম খান কে উৎসর্গ করা মিলন মেলার উদ্বোধন করেন ডঃ ম, রশীদ আহমেদ ও শহীদুজ্জামান শহীদ। মিলনমেলার প্রথম পর্বের সভাপতিত্ব করেন ছাত্র পরিষদ,কেন্দ্রীয় সভাপতি ডা: আনোয়ারুল করিম খান। এবং ছাত্র পরিষদের ৪র্থ মিলনমেলায় উপস্থাপনা করেন ছাত্র পরিষদের একটি টিমের সভাপতি নওরিন সুলতানা শান্তা। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা,নোয়াখালী, সিরাজগঞ্জ গাজীপুর’সহ সারাদেশের প্রতিনিধি’গন মিলনমেলায় নিজেদের মতামত প্রদান করেন। চিন্তার স্বাধীনতার জন্য লড়াই জোরদার ও বেগবান করাকে মিলনমেলার প্রতিপাদ্য করেন।

 

ছাত্র পরিষদের প্রতিনিধিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সুহেনা আক্তার হেনা, সোহেল রানা সজীব, রাহাতুল ইসলাম, খাদিজা আক্তার আন্না, নাবিউর রহমান চয়ন, অংকন আহমেদ, আইরিন আক্তার প্রমূখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ ম. রশীদ আহমদ ও শহীদুজ্জামান।

 

ছাত্র পরিষদের প্রাক্তনদের মধ্যে উপস্থিত ছিলেন, মিল্টন হোসেন, মশিউর রহমান মসী, মো: হামিদুল হক, মাসুম মিয়া সেন্টু, কাজী ইকবাল হোসেন রাসেল, মনিরুজ্জামান’সহ আরো অনেকে। দিনব্যাপী অনুষ্ঠিত মিলনমেলায় সমাজ প্রগতি, ৪র্থ শিল্প বিপ্লব, অদলীয় রাজনীতি এবং সিরাজুল আলম খান এর ১৪ দফা বাস্তবায়নের জোরালো তাগিদ ব্যক্ত করা হয়।


There is no ads to display, Please add some