এনামুল হক (মনি) কাজিপুর প্রতিনিধিঃ
দুই দিন ধরে শ্বশুরের সাথে ছেলের বউয়ের ঝগড়া। রোববার সকালেও ধান শুকানো নিয়ে ঝগড়া হয়েছে। এক পর্যায়ে ওই দিন সকালেই শ্বশুর আমজাত হোসেন মাটিতে পড়ে মারা যান। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা উত্তরপাড়ায়।
রোববার বিকেলে সরেজমিন গিয়ে জানা গেছে, বড় ছেলে আশাদুলের স্ত্রী জয়ফুল তার শ্বশুর আমজাত হোসেনের সাথে দুই দিন ধরে ঝগড়া করছিলেন। সকালের খাবার না খেয়েই আজ খেতে ধান কাটতে যান আমজাত হোসেন। খেত থেকে এসে উঠোনে ধান শুকাতে দেয়া হয়নি কেন জানতে চান ছেলে বউয়ের কাছে। তখন ছেলে বউ আরেক দফা কথাকাটাকাটি করেন শ্বশুরের সাথে।
আশাদুলের স্ত্রী জয়ফুল বলেন, ‘না কোন ঝগড়া হয় নাই। আমি মারি নাই। আপনেরা সবাইকে জিজ্ঞেস করেন। প্রেসার স্টোক করে মারা গেছে।
এ ব্যাপারে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ শনাক্তে মরদেহ সন্ধ্যায় পোস্ট মর্টেমের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি রিপোর্ট পেলেই আসল কারণ জানা যাবে।
এ/ মনি ২১
আপনার মতামত লিখুন :