জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি,তিনটি ট্রাকসহ ০৩ জন আসামি গ্রেফতার


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন / ১১৩
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি,তিনটি ট্রাকসহ ০৩ জন আসামি গ্রেফতার

এটিএম ফয়সল জকিগঞ্জ প্রতিনিধিঃসিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর, মামলার আসামী গ্রেফতারে ,চোরাচালান রোধে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

জানা যায় এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এর দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জকিগঞ্জ থানার নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/জাহেদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অত্র থানা এলাকায় জকিগঞ্জ থানার সাধারণ ডায়েরী নং-১২৩৪, তারিখ-
৩০/০৭/২০২৪খ্রি. মূলে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৩০/০৭/২০২৪ খ্রি. তারিখ ১৯:৫০ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন ০১নং বারহাল ইউনিয়নের অর্ন্তগত শাহগলি বাজার অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভারতীয় চিনি অবৈধভাবে ভারত হতে আনয়ন করে জকিগঞ্জ থানাধীন শাহগলি বাজার হয়ে সিলেটের দিকে রওয়ানা দিয়েছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ২০:১০ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন ০১নং বারহাল ইউনিয়নের শাহগলি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে বুরহানপুর সাকিনস্থ আল-হুমাইরা কমিউনিটি সেন্টারের সামনে জকিগঞ্জ টু সিলেট মহাসড়কের উপরে এসআই(নিরস্ত্র)/জাহেদ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় চেকপোস্ট পরিচালনা করে ১০৫৪ বস্তা ভারতীয় চিনিসহ তিনটি ট্রাক এবং ট্রাক চালক ১। পারভেজ মোশাররফ (২৯), পিতা-সুলতান মোল্লা, সাং-উজানজোড়া, থানা-দেবীদ্ধার, জেলা-কুমিল্লা, ২। মো. সোলাইমান মন্ডল (৩২), পিতা-বিলাত আলী মন্ডল, সাং-কাছারপুর, ইউপি-শিহারিপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনা, হেলপার ৩। মোঃ বেলাল হোসেন (৩২), পিতা-মোঃ হানিফ, সাং-উত্তর ভাটামারা, থানা-বুরহান উদ্দিন, জেলা-ভোলাদেরকে আটক করেন। আসামিগনের বিরুদ্ধে The Special Powers Act, 1974 এ জকিগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-৩১/০৭/২০২৪খ্রি. রুজু করা হয়।


There is no ads to display, Please add some