[gtranslate]

জনতার চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দীন সব হারিয়ে নিভু নিভু জ্বলছে


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন / ১৫১
জনতার চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দীন সব হারিয়ে নিভু নিভু জ্বলছে

শিব্বির দেওয়ান- 

শত প্রতিকূলতার মাঝে সাহস আর উদ্দীপনায় প্রত্যাশিত জনতার ভোট বিপ্লবে চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয় এএনএম আশরাফ উদ্দিন। সেবক হয়ে জন আস্থা অর্জন করে লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়। শাসন বারনে জনগণের সঙ্গী হয়ে নিজের সেরাটা দিয়ে যোগ্যতার পরিচয় দিয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস-জনচাহিদা পূরণ করতে উদ্যোগ গ্রহণ করেন নদী বাঁধ প্রকল্প। কূলহারা উপকূলবাসীর নিরাপদ বসতি গঠন নদী বাঁধ স্বপ্ন দু:স্বপ্ন হয়ে তিনি হারিয়েছেন সব। সব হারিয়ে নিঃস্ব বনে। ফেরারী জীবনযাপন। ঋণের বোঝা। সংসারহীন ভবঘুরে। মামলার ঘানী টেনে হয়রান। সংসার করা আর হয়ে উঠেনি। হারিয়েছে সংসার, স্ত্রী, বাবা ও মা। বিরান ভূমিতে একাকী তার জীবন প্রদীপ নিভু নিভু জ্বলছে। জীবনের স্বপ্ন-মামলা নামক দিয়াশলাই সব পুড়িয়ে ছাঁই। অবশিষ্ট আশরাফ চেয়ারম্যান থেকে ফেরারী। জীবন্ত লাশ। চোখের জলে ভেসেছেন। মাইলের পর মাইল গন্তব্যহীন পথে হেঁটেছেন দুঃখের ফেরিওয়ালা হয়ে। জীবনের ১০ টি বসন্ত কেড়ে নেওয়া হয়েছে তার জীবন থেকে। বসন্তের ছোঁয়ায় বিকশিত হয়নি। বসন্ত বিরহে জীবন তার দূর্বিসহ হয়ে উঠেছে। তিনি ক্লান্ত তিনি নিঃস্ব তিনি বিরান পথে যাত্রী। সেই যাত্রা পথের যাত্রী আশরাফ উদ্দীনের মামলার রায় ঘোষণার তারিখ ২২ সেপ্টেম্বর নির্ধারিত হয় দুঃখ ভরা কন্ঠে আকুতি সামাজিক মাধ্যমে দৃষ্টি কেড়েছে মানবিক মানুষের। সামাজিক জনহিতৈষী মানুষ কমেন্ট শেয়ার আর লাইক দিয়ে ফেরারী আশরাফ উদ্দীনকে করেছে ভাইরাল। বস্তুনিষ্ঠ সংবাদের সাংবাদিক লক্ষ্মীপুর টুয়েন্টি ফোরের সম্পাদক সানা উল্লাহ সানু জনতার চেয়ারম্যান ফেরারী আশরাফ উদ্দিনকে নিয়ে সংবাদ পরিবেশন করেন। যা ব্যাপক সারা পরে গণমাধ্যমে। অত:পর ফেরারী আশরাফ উদ্দিন দূর্নীতির মামলা থেকে দশ বছর পর বেকসুর খালাস পায়। সু-খবর ছড়িয়ে পরে দূর দিগন্তে-আলহামদুলিল্লাহ ধ্বনি প্রতিধ্বনিতে উচ্চারিত হয়েছে। এটাই জনতার ভালোবাসা। এই ভালো পিওর নিরেট। বাণিজ্যহীন কারচুপিহীন স্বতঃস্ফূর্ত নিবেদিত ভালোবাসার সংমিশ্রণে ফেরারী আশরাফ উদ্দিনকে কাছে পাওনার মনবাসনা। হাসি-কান্নার এই ভাইটি খুবই অপূর্ব। হাসি কান্নার মধ্যমনি হয়ে সব হারিয়ে তার জীবন আজ নিভু নিভু জ্বলছে। সমবেদনা অভিনন্দন। জীবনের সোনালী সময় রাজনীতির পিছনে ব্যয় করেছে-সে দল তার দূর্দিনে তার প্রতি সু-বিচার করেনি। দলহীন আশরাফ আরো বেশি শক্তিশালী দলমত নির্বিশেষে প্রমাণিত। ফিরে আসবেন আশান্বিত। আলোকিত করবেন সমাজ অবহেলিত মানুষকে।  হিংসায় নয় প্রতিযোগিতায় এগিয়ে যাবেন। অবিচার না সু-বিচারে ১০ টি বছর কেড়ে নেওয়া হয়েছে তার দায়ভার ফলবাসীর উপর থাকুক। জয় হোক জনতার জয় হোক সত্যের। সত্য সমাগত মিথ্যা বিতাড়িত। মামলা থেকে খালাস পেয়েছে বটে-আলহামদুলিল্লাহ কিন্তু জীবন থেকে সুখ খালাস জীবন থেকে স্ত্রী খালাস-জীবন থেকে বাবা ও মা বিদায় নিয়েছে পুত্র শোক দুঃখে দুঃখে। জানিনা তার শান্ত্বনা তিনি কোথায় পাবেন।তবু জীবন-জীবনকে ভালোবাসুন। জনতার ভালোবাসায় হাসুন। হাসির ধারায় উড়ে যাক সব বেদনা। বেদনাবিধুর স্মৃতি হোক শক্তি। সম্মলিত ভালোবাসা হোক বেঁচে থাকা অনুপ্রেরণা। দীর্ঘজীবী আর আগত আগামী হোক সুন্দর। ভালোবাসা আর সমবেদনায় স্বাগতম অভিনন্দন জনতার চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন।