[gtranslate]

জাকের পার্টির সব সময় দেশের শান্তি স্থিতিশীলতার রাজনীতি করে” এমপি প্রার্থী ফেরদৌস আলম “


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন / ৪৫
জাকের পার্টির সব সময় দেশের শান্তি স্থিতিশীলতার রাজনীতি করে” এমপি প্রার্থী ফেরদৌস আলম “

মুকুল হোসেন:

সিরাজগঞ্জ সদর থানা ধীন বাগবাটি ও রতনকান্দি ইউনিয়ন জাকের পার্টির মূলদল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

২৮ শে অক্টোবর রোজ মোঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় হরিনা পিপুলবাড়ীয়া বাজারে বাগবাটি ও রতনকান্দি ইউনিয়ন জাকের পার্টির মূলদল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে, সিরাজগঞ্জ সদর থানার জাকের পার্টির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, এর সভাপতিত্বে এক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন
জাকের পার্টি সিরাজগঞ্জ সদর ও কামার খন্দ আসনের এমপি পদপ্রার্থী
মোঃ ফেরদৌস আলম,
জাকের পার্টি সদর উপজেলা
সাধারণ সম্পাদক।
আব্দুল গনি মোল্লা পাবনা সিরাজগঞ্জ সাংগঠনিক সহ-সভাপতি জাকের পার্টি সিরাজগঞ্জ জেলা শাখা, আব্দুল বারী সহ-সভাপতি জাকের পার্টি সিরাজগঞ্জ জেলা শাখা, মোঃ ইদ্রিস আলী সহ-সভাপতি
জাকের পার্টি সিরাজগঞ্জ জেলা শাখা, মোঃ কফিল উদ্দিন সভাপতি জাকের পার্টি রতনকান্দি ইউনিয়ন, সিরাজগঞ্জ সদর থানার জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফন্টের সভাপতি হারুনুর রশিদ,
মোঃ আবু সাঈদ, মৎস্য জীবি ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা।
সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তব্যে বলেন জাকের পার্টি সব সময় দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের রাজনীতি করে এসেছে। আমরা জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য কাজ করছি। পরিশেষে, নেতৃবৃন্দগণ আসন্ন নির্বাচনে জাকের পার্টি প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহব্বান জানান।বক্তব্য শেষে জাকের পার্টি শত শত মানুষের অংশ গ্রহণে একটি মিছিল নিয়ে বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।