

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে
স্বরণ সভা ও দোয়া মাহফিল উপলক্ষে সোমবার সংস্থা’র উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও প্রধান আলোচক আজিজুর রহমান জয়নাল এর উপস্থিতিতে এবং সিলেট জেলা সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অর্থ সম্পাদক ইবান হোসেন,নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক,বিয়ানীবাজার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুশফাকুর রহমান,প্রচার সম্পাদক সুয়েব আহমদ,মিডিয়া কর্মী আব্দুল করিম,শাহিন আহমদ,সহ আরো অনেকে প্রমূখ।
স্বরণ সভা ও দোয়া মাহফিলে আলতাফ হোসেনের রুহের মাহফিরাত এবং সারা দেশে আরো মৃত্যু হওয়া সাংবাদিকদের মাগফিরাত ও সকল সাংবাদিকসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তাগণ বলেন,আলতাফ হোসেন ছিলেন হাজারো সাংবাদিকের শিক্ষক। সাংবাদিকদের জন্য সব সময় তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তিনি (আলতাফ হোসেন) দৈনিক ইনকিলাব,দৈনিক গণকণ্ঠ,দৈনিক সংগ্রাম,দৈনিক আজাদসহ অনেক পত্রিকায় দায়িত্ব নিষ্ঠার সাথে কাজ করেছেন। ১৯৮২ সালের ১২ই ফেব্রয়ারী প্রতিষ্ঠা করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা। যা সারা দেশে এখন এই জাতীয় সাংবাদিক সংস্থা’র হাজার হাজার সদস্য রয়েছে।পরিশেষে সকলে তার রুহের মাগফিরাত কামনা করেন।
আপনার মতামত লিখুন :