জাতীয় সাংবাদিক সংস্থা’ বগুড়া জেলা শাখার সদস্যদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ২৯, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন / ৫৩
জাতীয় সাংবাদিক সংস্থা’ বগুড়া জেলা শাখার সদস্যদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সাজাদুর রহমান সাজু
স্টাফ রিপোর্টার

জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ’র সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যা রাতে শহরের ফুলবাড়ি টিলা মসজিদ সংলগ্নস্থানে সাংবাদিক সংস্থা’র জেলার অস্থায়ী কার্যালয়ে জেলার সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি,মহা সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব আবুল বাসার মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বগুড়ার কৃতি সন্তান আলহাজ্ব মমিনুর রশীদ সাইন,
যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ,নাটোর জেলা কমিটির আহবায়ক মুঞ্জুরুল হাসান।

জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সাংবাদিক সংস্থা’বগুড়া জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এম ফজলুল হক বাবলু, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ বিপ্লব, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সাজু, সদস্য সাখাওয়াত হোসেন, মিথন, আবু তৌহিদ হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী ২৮ডিসেম্বার/২৪ জাতীয় সাংবাদিক সংস্থা’র ঢাকায় সমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। এ ছাড়া বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র নানা কার্যক্রমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভূয়সী প্রশংসা করে বলেন,আগামীতে আরো গতিশীল করে সারা দেশের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটি প্রথম হতে হবে।