জেএসডি কাউন্সিল ২২ সমাপ্ত: আ স ম আবদুর রব সভাপতি ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২২, ৫:৫২ অপরাহ্ন / ৪৭২
জেএসডি কাউন্সিল ২২ সমাপ্ত:  আ স ম আবদুর রব সভাপতি ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত

বিশেষ প্রতিনিধি ঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ত্রি-বার্ষিক কাউন্সিলে স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব সভাপতি এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক
জেএসডি কাউন্সিলকে সফলভাবে সম্পন্ন করায় দলীয় নেতাকর্মীদের এবং উদ্বোধনী অনুষ্ঠানে আগত বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সংগঠকসহ, শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অপরিসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

নেতৃবৃন্দসহ সকলের উপস্থিতি, কাউন্সিলের লক্ষণীয় সাফল্যের সাথে জনগণের স্বার্থের অনুকূলে রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারেও প্রচন্ড প্রভাব ফেলবে, জনগণের সার্বিক নিরাপত্তাহীনতা, উচ্চ মাত্রার অর্থনৈতিক ঝুঁকি এবং দুঃসাশন মোকাবেলায় সংগ্রাম-আন্দোলনে নৈতিক শক্তি যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক’ দিয়ে গতকাল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, ঢাকায় জেএসডি কাউন্সিল অনুষ্ঠিত হয়।