
জোনাকি
মোঃ আরিফুর রহমান
আসলে পড়েছি তো জাঁতাকলে,
তবু ভালো আছি লোকে বলে!
গম কী কভু আটা হতে চায়!
পড়লে মাঝখানে আছে কী উপায়?
খাঁটি অন্ধকারে শিশির ঝরে যেমন করে,
হৃদয়ে ঝরে নিশিত রাতে তেমনি অঝোরে।
সব কথা যায় কী বলা মুখে,
ঢেউগুলি কেন আছড়ে পরে সাগর বুকে?
তবু থাকতে চাই,হয়ে শেষ রাতের তারা,
জোনাকির হয়ে আঁধার রাতেও দিব সাড়া।

আপনার মতামত লিখুন :