ঝালকাঠিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ৪:৫৫ অপরাহ্ন / ৪০০
ঝালকাঠিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

 

আবু সায়েম আকনঃ ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় প্রমূখ।

উল্লেখ্য ডিজিটাল উদ্ভাবনী মেলায় চারটি প্যাভিলিয়নে ব্যাংক, বীমা, ডিজিটাল সেন্টারসহ ২৭টি দপ্তর অংশগ্রহন করেছেন। দিনব্যাপী মেলা শেষে সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হইবে।