টাঙ্গাইলের মধুপুরের ঐতিহ্যবাহী বড় বাড়ীতে মিলন মেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ১১:১৬ অপরাহ্ন / ৬২৫
টাঙ্গাইলের মধুপুরের ঐতিহ্যবাহী বড় বাড়ীতে মিলন মেলা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়বাড়িতে অনুষ্ঠিত হয়েছে মিলন মেলা। বড় বাড়ীর কৃতিসন্তান শোয়েব আহমেদ রাজু এর আয়োজনে শুক্রবার (১৮ নভেম্বর) বাদ জুম্মা তার নিজ বাড়ীতে ১৯৮৩ ব্যাচের ঢাকা ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ মিলন মেলায় বিভিন্ন দপ্তরের অবসর প্রাপ্ত উর্ধতন কর্মকর্তাগন, ব্যবসায়ীগন সহ দেশের বিভিন্ন স্হানের বন্ধুবান্ধব উপস্হিত ছিলেন। এছাড়াও উপস্হিত ছিলেন মধুপুরের কৃতিসন্তান দেশ ফার্মাসিটিউক্যাল কোম্পানির মালিক লুৎফর রহমান, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ মীর ফরহাদুল আলম মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মধুপুর পৌরসভার সাবেক মেয়র মাসুদ পারভেজ, সাবেক মেয়র সরকার সহিদ,শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্ন, কুড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন মহির, আব্দুল লতিফ, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ।