টাঙ্গাইলের মধুপুরের পুন্ডুরাতে গৃহবধুর আত্মহত্যা:


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২২, ১:০৭ অপরাহ্ন / ৪৯৬
টাঙ্গাইলের মধুপুরের পুন্ডুরাতে গৃহবধুর আত্মহত্যা:

 

আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে আয়শা বেগম (৫৫) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার পুন্ডুরা চরপাড়া এলাকার খালেকের স্ত্রী।আয়শা সখিপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের মৃত আহম্মদ ভূইয়ার মেয়ে।
শনিবার (১৭ডিসেম্বর) সকালে নিজ কক্ষে ঘরের ধন্যার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, সকালে তার বাড়ীতে কোন সাড়াশব্দ না পেয়ে তার স্বামী খালেককে ফোন করে খালেক এসে ঘরের দরজা বন্ধ পেয়ে লোকজনের সহযোগিতায় ঘরে প্রবেশ করে নিজ কক্ষে ধন্যার সাথে গলায় ফাঁস লাগানো লাশ ঝুলতে ছিলো। পরে তার স্বজনরা ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়েে এসে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।পারিবারিক সূত্রে জানা যায়, টিকরী এলাকার খালেকের সাথে গত ৮ বৎসর পূর্বে সখিপুর থানার ডাকাতিয়া গ্রামের মৃত মোহাম্মদ ভূইয়ার মেয়ে আয়শার সাথে বিয়ে হয়। বিয়ের পর পুন্ডুরা চরপাড়া এলাকায় জমি ক্রয় করে বাড়ী করে সেখানেই থাকত আয়শা। স্বামী খালেকের আরেকটি স্রী থাকায় সে টিকড়ী এবং দ্বিতীয় স্তী আয়শার ওখানেও থাকত। খালেকের সহিত কথা বললে সে জানায় গত মঙ্গলবার বাজার করে দিয়ে গেছে। তার পর তার সাথে আর কোন যোগাযোগ হয় নাই।আজ খবর পেয়ে সে এসেছে বলে জানান। কখন মারা গেছে তা জানা যায়নি বলেও জানান খালেক। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
মধুপুর থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রেকর্ড করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মধুপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


There is no ads to display, Please add some