মাসুদ মির্জা,
কক্সবাজারের টেকনাফ থেকে মালেশিয়া পাচারের সময় সাগর পাড় থেকে আটজন নারীসহ ৪১ জন রোহিঙ্গা উদ্ধার করা হয়েছে। এসময় চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটকের পর ভিকটিমদের উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ।
তিনি জানান, উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হলবনিয়া ও বাইন্যা পাড়া নৌকার ঘাট বরাবরের মতো গভীর সাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন বোটের তলা ফেটে সাগরে তলিয়ে গেছে। বোটে থাকা রোহিঙ্গা ও দালালরা বিভিন্ন উপায়ে সাগরকূলে উঠে আসলে রোহিঙ্গা ও দালালদের আটক রাখা হয়েছে। ডুবিত বোটে আনুমানিক ৬৮ জন মালেশিয়াগামী যাত্রী ছিল বলেও জানা গেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, সর্বশেষ দালাল ও রোহিঙ্গা নারী-পুরুষসহ ৪৫ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :