ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টের হালের ফালে পড়ে এক কিশোরের মৃত্যু।


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ১১:২০ অপরাহ্ন / ৮২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টের হালের ফালে পড়ে এক কিশোরের মৃত্যু।

 

 

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জমি চাষ করা মহেন্দ্র ট্রাক্টরের হালের ফালে পড়ে আলিফ ইসলাম সাগর (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে ৫ টায় উপজেলার হরিটা সুন্দর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আলিফ ইসলাম সাগর হরিটা গ্রামের এনামুল হকের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, হরিটা গ্রামের বায়োজিদ বোস্তামি জমিতে মহেন্দ্র ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিল এসময় আলিফ ও খয়রুল দুই বন্ধু
হাল চাষ করা ট্রাক্টরে উঠেন এক পর্যায়ে পা পিছলে হালের ফালে পড়ে যায় আলিফ। হালের ফালে চাকায় ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আলিফ।

পরে পীরগঞ্জ এসপি সার্কেল সোহেল রানা ও ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই ঘটনাস্থল প্রদর্শন করেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানায় এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


There is no ads to display, Please add some