ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।


প্রকাশের সময় : জুন ২৩, ২০২৪, ৯:০০ অপরাহ্ন / ৫১
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

 

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে রাত ১২ টা এক মিনিটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় কেক কাটা হয়েছে।

সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা কর্মীরা।

এরপর জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও-২ আসনের এমপি মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, রাজিউর রহমান খোকন চৌধুরী, তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপকমিটির
সদস্যসহ অন্যান্যরা।