

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দিনেশ শর্মা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২ নভেম্বর) জেলার চিলারং ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় দুপুর ১ টায় এঘটনা ঘটে। নিহত দিনেশ শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পল্লী বিদ্যুৎ এলাকায় নাপিত পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন ইন্টারসিটি ট্রেনটি চিলারং এলাকায় পৌঁছালে সেখানেই ঘটনাটি ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, উক্ত ব্যক্তি তার সাথে ১০/১৫ মিনিট ধরে গল্প করেন। একসময় আমি ধান খেতের দিকে গেলে ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনে তিনি ঝাঁপ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, দিনেশ শর্মা সকালে তার বেটা এবং বৌমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান, এরপর শুনলাম সে ট্রেনের নীচে ঝাঁপ দিয়েছে।
পরে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠায়।
আপনার মতামত লিখুন :