ঠাকুরগাঁওয়ে সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌস না ফেরার দেশে


প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:২৫ অপরাহ্ন / ৫৭
ঠাকুরগাঁওয়ে সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌস না ফেরার দেশে

 

 

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

না ফেরার দেশে পাড়ি জমালেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌস।

শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মৃত্যুকালে তার বয়স হয়েছিলেন ৬৬ বছরতিনি স্ত্রী ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি জয় মহন্ত অলক, সাধারণ সম্পাদক রবিউল আহসান রিপনসহ জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

এর আগে সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে শ্রদ্ধাঞ্জলি জানান সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ। এরপর সেখানেই প্রথম জানাজা ও ডায়াবেটিস হাসপাতাল চত্বরে দ্বিতীয় জানাজা শেষে শনিবার বিকেলে পৌর শহরের মুন্সিপাড়া কবরস্থানে তার দাফন কার্য সম্পূর্ণ হয়েছে।