ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের ৩১তম বার্ষিক সাধারণ সভা-২০২২ ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২৪ অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ২:০৬ অপরাহ্ন / ৪৩৭
ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের ৩১তম বার্ষিক সাধারণ সভা-২০২২ ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২৪ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের ৩১তম বার্ষিক সাধারণ সভা-২০২২ ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন’২০২২-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেল রোড সোনালী পার্কস্থ সমিতি প্রাঙ্গণে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আয়োজনে এ ৩১তম বার্ষিক সাধারণ সভা-২০২২ ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন’২০২২-২০২৪ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রথম পর্বে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ-এঁর অনুমতিক্রমে সভার কার্য শুরু হয়। ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন আব্দুল মজিদ, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন এরশাদ হোসেন জাহাঙ্গীর। উপস্থিত সকলে দাঁড়িয়ে ডায়াবেটিক সমিতির মরহুম সদস্যের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আজীবন সদস্য মোঃ লিয়াকত আলী ভূঞাঁ, একেএম মঈনুল হক, জালাল উদ্দিন, এ্যাডঃ চিত্তরঞ্জন রায় মন্টু, ট্রাস্টি বোর্ডের সদস্য এ্যাডঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডঃ মশিউর রহমান, সদস্য সহিদুর রহমান, এন্তাজুর রহমান কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২০২৪ নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতিঃ এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ। সহসভাপতিঃ মোঃ মোকছেদুর রহমান, মোঃ সেকেন্দার আলী সরকার। সাধারণ সম্পাদকঃ ডাঃ মোঃ কাসেম আলী। যুগ্ম সম্পাদকঃ এরশাদ হোসেন জাহাঙ্গীর। কোষাধ্যক্ষঃ মোঃ লিয়াকত আলী ভূঞাঁ। নির্বাহী সদস্যঃ শ্রী দুলাল চন্দ্র কর্মকার, অধ্যক্ষ মোঃ শরওয়ার আলম, মোঃ মনসুর আলী সরকার, হুমায়ন কবির, মোঃ সেকেন্দার আলী, এ্যাডঃ শফিকুল ইসলাম শফি, এ্যাডঃ মাসুমা ইয়াসমিন, মোঃ মোজাম্মেল হক সরকার মানিক, এ্যাডঃ মোঃ সায়েম-উল-আলম সরকার।