[gtranslate]

ডা. গোলাম কাজেম আলী হত্যার বিচার দাবিতে রামেকে মানববন্ধন


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ১২:০২ অপরাহ্ন / ৪১
ডা. গোলাম কাজেম আলী হত্যার বিচার দাবিতে রামেকে মানববন্ধন

সিরাজুল ইসলাম রনি,রাজশাহী:

রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার দুই বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে তারা হত্যার সুষ্ঠু বিচার দাবিতে কর্মসূচি পালন করেন।

তারা বলেন, “দুই বছর কেটে গেলেও মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি, যা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।”

বক্তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, যদি অচিরেই বিচার প্রক্রিয়ায় অগ্রগতি না দেখা যায়, তবে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে, প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হতে পারে।

সংবাদ সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ধরে “ডা. গোলাম কাজেম আলীর হত্যার বিচার চাই”, “দোষীদের শাস্তি দাও” ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে পেশাগত দায়িত্ব শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে নগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তরা তাকে পথরোধ করে মাইক্রোবাস থেকে নেমে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।