ডেঙ্গু আক্রান্ত হয়ে না দেশে চলে গেলেন আমার সংবাদ প্রতিনিধি সম্রাট!


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২২, ১০:১১ অপরাহ্ন / ৪৩৭
ডেঙ্গু আক্রান্ত হয়ে না দেশে চলে গেলেন আমার সংবাদ প্রতিনিধি সম্রাট!

গাইবান্ধা প্রতিনিধি:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধি জামিরুল ইসলাম সম্রাট, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা মো: আবু রায়হান।
জামিরুল ইসলাম সম্রাট গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের মৃত ফয়জার রহমান সরকারের চতুর্থপুত্র। এছাড়া তিনি ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

স্বজনরা জানান, গত পনেরো দিন আগে সম্রাটের শরীর খারাপ করে। পরে জ্বর আসলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন সম্রাট। এরপর থেমে থেমে জ্বর আসে এবং ঘার ফুলে ব্যাথা হয় ও ছোট ছোট গুটি হয়। এ অবস্থায় গত ২ ডিসেম্বর গাইবান্ধার বেসরকারি একটি ক্লিনিকে পরিক্ষা-নীরিক্ষা করলে রিপোর্ট নরমাল (সাভাবিক) আসে। রিপোর্ট নরমাল (সাভাবিক) হলেও অসুস্থ্যতা কমেনি সম্রাটের। পরে ৮ ডিসেম্বর রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে স্বাস্থ্য পরিক্ষা করান সম্রাট। সেখানকার পরিক্ষার রিপোর্টে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। পরে ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতে চিকিৎসা নেন তিনি। এরপর ১০ ডিসেম্বর বাড়িতে তার পাতলা পায়খানা ও শারীরিক পরিস্থিতির আরো অবনতি হলে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সোয়া ৫টার দিকে মারা যান সাংবাদিক জামিরুল ইসলাম সম্রাট। এছাড়া তিনি ফুসফুস ক্যান্সার ও কিডনি রোগেও আক্রান্ত ছিলেন। সম্রাটের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


There is no ads to display, Please add some