ঠাকুর প্রসাদ রায়,
ভ্রাম্যমান প্রতিনিধি-
প্রকল্পভূক্ত সক্রিয়করণ উপজেলা সমূহে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে পরিদর্শন করেন মুহাঃ শওকাত আলী উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা বিভাগ, ঢাকা। অদ্য ১০ মার্চ সোমবার দুপুর ১২ টায় ঢাকার সাভার উপজেলা বনগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন মো. সেলিম রেজা আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, বনগাঁও ইউনিয়ন পরিষদ, সাভার ঢাকা।
পরিদর্শন কালে তিনি ইউনিয়ন পরিষদের সকলের সাথে কুশল বিনিময় করেন। তিনি গ্রাম আদালত প্রকল্পের সকল নথিপত্র পর্যালোচনা করেন। সেই সাথে অত্র ইউনিয়ন অপেক্ষা মান মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য পরামর্শ প্রদান করেন। একই সাথে গ্রাম আদালতের এজলাস ব্যবহার করতে হবে এবং প্রতি সপ্তাহে এক দিন গ্রাম আদালতের শুনানীর দিন ধার্য করতে হবে। এ ছাড়া শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শতভাগ শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করা, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন প্রয়োজন, সার্বিক রাজস্ব আয় বাড়াতে হবে। নিয়মিত ভাবে ওয়ার্ড সভা করতে হবে এর মাধ্যমে প্রকল্পগুলো গ্রহণ ও বাস্তবায়ন সুপারিশ করেন।
পরিদর্শনে সকল নথিপত্র পেশ করেন মো. শরিফুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, বনগাঁও ইউনিয়ন পরিষদ, সাভার, ঢাকা। বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প” এর আওতায় পার্বত্য চট্টগ্রাম ব্যতীত সারা দেশে ৬১ টি জেলায় ৪৪৫৩ টি ইউনিয়নে (নতুন/সক্রিয়করণ ৩০৪১টি এবং ১ম ও ২য় পর্যায়ের ১৪১২টি) প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু হয়েছে। ফলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিশেষতঃ উপ-পরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের দিক-নির্দেশনা, স্বতস্ফূর্ত অংশগ্রহণ, সমন্বয় ও নিজস্ব উদ্যাগের মাধ্যমে মাঠ পর্যায়ের কাজ চলমান রয়েছে। উক্ত পরিদর্শন উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সকল সদস্যবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন মোছা. জানুফা আক্তার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বনগাঁও ইউনিয়ন পরিষদ সাভার ঢাকা।
বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ ৩ য় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর, ঠাকুর প্রসাদ রায়, সাভার, ঢাকা। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের, উদ্যোক্তা রিয়াদ খান, গ্রাম পুলিশসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :