তারাকান্দায় সাংবাদিকের সিএনজি গাড়ি চুরি


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ১:০৯ পূর্বাহ্ন / ৪০২
তারাকান্দায় সাংবাদিকের সিএনজি গাড়ি চুরি

বিশেষ প্রতিনিধি ঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় থানার ২০০গজ দূর থেকে সিএনজি চুরির ঘটনা ঘটে পুলিশের হাতে কোনো ক্লো নেই।

এ ব্যাপারে তারাকান্দা থানায় গত ১৮ অক্টোবর একটি জিডি করা হয়েছে। জিডি নাম্বার ৬৮৫।
উল্লেখিত জিডি’র বিবরণে জানা যায় যে, গত (১৬ই অক্টোবর ২০২২) তারিখ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি থেকে সাংবাদিক সাগর তালুকদারের সবুজ রংয়ের ওয়ান্ট টেস্ট গাড়ী, যার চেসিস নাম্বার MD2A27AZ8FWE64631, ইঞ্জিন নাম্বার-AZZWFE30778 চুরি হয়ে যায়।

সিএনজি’র মালিক সাগর তালুকদার জানান, গত ১৬ ই অক্টোবর সন্ধ্যায় আমার গাড়িটি কে বা কাহারা বাস স্ট্যান্ড থেকে চালিয়ে নিয়ে যায় । যা সিসি ফুটেছে দেখা গিয়েছে আমি পুলিশ, ডিবি, র‍্যাব সশস্ত্র বাহিনীর কাছে সিএনজি গাড়িটি উদ্ধারের জন্য সহযোগিতা কামনা করি।

এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ
আবুল খায়ের জানান, এ বিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।