[gtranslate]

তালাক নয়, দাম্পত্য জীবনের প্রতি যত্নশীল হন


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন / ৬৯
তালাক নয়, দাম্পত্য জীবনের প্রতি যত্নশীল হন

মুফতি মাওলানা শামীম আহমেদ-

দাম্পত্য জীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অধ্যায়। এটি শুধু দুটি মানুষের এক সাথে বসবাস নয়; বরং এটি আত্মিক বন্ধন, ভালোবাসা, সহানুভূতি, শ্রদ্ধা ও পারস্পরিক ত্যাগের এক অপূর্ব সম্পর্ক। একটি সুন্দর দাম্পত্য জীবন গড়ে তুলতে প্রয়োজন ধৈর্য, পারস্পরিক বোঝাপড়া ও একে অপরের প্রতি যত্নশীল মনোভাব। কিন্তু দুঃখজনক ভাবে আজকের সমাজে সামান্য ভুল বোঝাবুঝি বা রাগের কারণে অনেক দাম্পত্য সম্পর্ক ভেঙে যাচ্ছে। স্বামী-স্ত্রী উভয়েই মানুষ, তাদের মাঝে মতভেদ ও ভুল বোঝাবুঝি থাকতেই পারে। কিন্তু প্রতিটি মতভেদই সম্পর্ক ভাঙার কারণ নয়। যখন একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা হয়, যখন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হয়, তখনই সম্পর্কের গভীরতা বাড়ে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, “তোমরা পরস্পরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে।” (সূরা রূম, আয়াত ২১)
এই আয়াত প্রমাণ করে যে দাম্পত্য জীবন হলো ভালোবাসা ও শান্তির একটি অঙ্গন। তাই এর যত্ন নেওয়া ঈমানেরই একটি অংশ। তালাক ইসলামি শরীয়তে অনুমোদিত হলেও এটি আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। একটি সম্পর্ক ভাঙার পর শুধু দুই জন নয়, বরং দুইটি পরিবার, এমনকি সন্তানদের ভবিষ্যৎ ও ক্ষতিগ্রস্ত হয়। রাগ বা অভিমানের মুহূর্তে নেওয়া তালাকের সিদ্ধান্ত অনেক সময় জীবনের সবচেয়ে বড় আফসোসে পরিণত হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন-একটু ধৈর্য ধরলে কি এই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব নয়? একটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান ও যত্নের মাধ্যমে। স্ত্রী যদি স্বামীর প্রতি আন্তরিক হয়, আর স্বামী যদি স্ত্রীর প্রতি মমতাশীল ও দায়িত্ববান হয়, তবে সেই সংসারে সুখ-শান্তি অবধারিত। কখনো কখনো একটি মিষ্টি কথা, একটি হাসি বা সামান্য সহানুভূতি-সম্পর্ককে নতুন জীবন দিতে পারে। অন্য দিকে, অহংকার, রাগ, অবহেলা ও কথা না শোনার অভ্যাস একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয়। যখনই দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয়, তখন একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত। প্রয়োজনে ধর্মীয় নেতার, পারিবারিক প্রবীণের বা পরামর্শদাতার সহায়তা নেওয়া যেতে পারে। তালাক দিয়ে নয়, বরং পরামর্শ ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করলে পরিবারে আবারও শান্তি ফিরে আসে। তালাক নয়-ভালোবাসা, ক্ষমা, সহানুভূতি ও শ্রদ্ধার মাধ্যমে সম্পর্ককে টিকিয়ে রাখা-ই দাম্পত্য জীবনের প্রকৃত সৌন্দর্য। একটি সংসার রক্ষা করা ভাঙার চেয়ে অনেক কঠিন কাজ, কিন্তু সেই কঠিন কাজটি সফল ভাবে করতে পারলে জীবনে আসে প্রশান্তি ও আল্লাহর রহমত।

ধর্মীয় আলোচক বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা।