ডেস্ক রিপোর্ট :
দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তানকে ১৩৫ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি কার্যত অলিখিত সেমিফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে জয়লাভ করলে ফাইনালে ওঠার দরজা খুলে যাবে টাইগারদের জন্য।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ইনিংসের শুরু থেকেই চাপ তৈরি করে রাখেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। পাওয়ার প্লেতে পাকিস্তানি ব্যাটারদের ওপর তোপ দাগান তাসকিন, একাই শিকার করেন ৩টি উইকেট। তিনি ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট, যা তাকে ইনিংসের সেরা বোলার করে তোলে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। তবে বাকিদের মধ্যে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের পক্ষে তাসকিনের সঙ্গে মুস্তাফিজ ও শরিফুলও শৃঙ্খল বোলিংয়ে পাকিস্তানি ব্যাটারদের চাপে রাখেন।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভারত ম্যাচে লড়াই করেও হেরেছিল। ফলে আজকের ম্যাচটি কার্যত নকআউটের সমান। এখন জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাকিব আল হাসান বাহিনী। ১৩৬ রানের টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারলেই ফাইনালের পথে এগিয়ে যাবে টাইগাররা।






আপনার মতামত লিখুন :