ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। উপজেলার শশই গ্রামের লোকজন উক্ত মানববন্ধনের আয়োজন করে।
সোমবার(১৭ ফেব্রুয়ারী) দুপুরে তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে তিতাস নদীর পাড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রায় পাঁচশত মানুষ মানববন্ধনে অংশ নেয়।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী একজন বৃদ্ধা জাহানারা বেগম বলেন, আমাদেন ‘জমির পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী থেকে বালু উত্তোলনের ফলে আমি খুবই উদ্বিগ্ন। আমার স্বামী অন্ধ, জমিটুকুই আমাতের সম্বল। আর এই জমি দিয়েই আমাদের জীবিকা চলে। বালু উত্তোলনের ফলে আমার এই জমিটুকু চলে গেলে আমাদের অবস্থা কী হবে?তিনব সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট দয়া করে আমাদের রক্ষা করুন” বলে জোর দাবী জানান।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, তিতাস নদী খননের সময় তাদের অনেকের জমি কেটে ফেলা হয়েছে। এখন আবার বালু উত্তোলনকরা হচ্ছে।যার ফলে নদীর পাড় ভেঙে আমাদের জমি ক্ষতি হওয়ার উপক্রম হয়েছে। তারা এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন :