তুমি আমার একটা তুমি


প্রকাশের সময় : জুলাই ১, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন / ২৬
তুমি আমার একটা তুমি

বদরুল হক

তুমি আমার একটা তুমি জানি,
অন্তরেতে তুমিই শুধু রানি।
জীবন চলার পথটি গেছে বেঁকে,
দিন চলে যায় দুখের ছবি এঁকে।

সম্ভবত সুখেই আছ তুমি,
হৃদয় মম তপ্ত মরুভূমি।
তোমার সুখের ভাগ নেবো না আমি,
থাকুক আমার কষ্ট দিবস-যামী।

ভালোবাসার স্বপ্ন পড়ল খসে,
স্মৃতির জাবর কাটি নীরব বসে।
রাখলে নাকো হাতটি আমার হাতে,
ছায়া হয়ে রই গো তবু সাথে।

অভিমানে চোখ কি ভেজাও জলে?
কষ্ট হয়তো লুকাও নানান ছলে।
টোল পড়া সেই কপোল আজও ভাসে,
নিবিড়ভাবে পাই না শুধু পাশে।

আমার তুমি থাকবে নিতি বুকে,
যতই মরি একলা ধুকে ধুকে।
কোথায় আছ জানতে আমায় দিয়ো,
পড়লে মনে একটু খবর নিয়ো।