তুমি যে আমার
এ কে আজাদ
তুমি আমার জীবন মরন
তোমায় করি স্মরণ।
তুমি আমার জীবন সাথী
জ্বালাও মনের বাতি।
তুমি আমার গল্প, কবিতা
তুমি জীবনের সবিতা।
তুমি আমার আষাঢ়ের বৃষ্টি
সকল চাওয়ার দৃষ্টি।
তুমি আমার জোৎস্না,তারা
চান্দের রাতের আলো
তুমি পরাণ পাখি,
তোমায় আমি বাসি ভালো।
তুমি আমার ভরা নদী
উতলা মনের ঢেউ,
তুমি আমার মনের মানুষ
তুমি ছাড়া নেই কেউ।
তুমি আমার আঁধার বাতি
জোৎস্না রাতের আলো
জীবন দিয়ে তোমায় আমি
বাসবো মোরা ভালো।
তুমি আমার খেলার সাথী
আসল প্রেম প্রীতি,
শৈশবের ভালোবাসা যায় না ভুলা
তুমি বিহীন মৃত পথ চলা।
আপনার মতামত লিখুন :