ত্যাগের বাঁশি


প্রকাশের সময় : জুলাই ১, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন / ৫৮
ত্যাগের বাঁশি

মিঠুন বিশ্বাস

আমি এই ত্যাজিনু বাঁশি
আর না গাহিব গান
যাবার যদি যাও চলিয়া দূরে
কাঁদুক আমার প্রাণ।

নাই চাহিব আর কাছে
গোপনে বাসিব ভালো
সোনার দেহ জ্বলুক অনলে
অন্তর হোক কালো।

আলোর পিদিম নিভিয়া যাক
আমার সন্ধ্যা নীড়ে
পারের তরী ভিড়িছে আসিয়া
মন যমুনার তীরে।

ধীর পবন থামিয়া যাক
দক্ষিণ দুয়ার বধি
মমীর দেহে প্রাণ জাগিবে
ফিরিয়া আসো গো যদি।

জানি…
বনের পক্ষি কাদিয়া ফিরিবে
ত্যাজিলে সুরের বাঁশি
থামিয়া যাবে সকল কাঁদা হাসা
ভালোবাসা বাসি।

সুরের ধারায় তরঙ্গ বিথর
থামিয়া যবে সব
গানের বীণার তার ছিঁড়িবে
নীরব হবে কলরব।

সেই ভালো তুমি ভুলিয়া যেও
মুছিয়া ফেলো স্মৃতি
আর না বিলাবো তোমার দুয়ারে
অবোধ প্রাণের প্রীতি।

প্রেমের গীতি স্মৃতির চিহ্ন
ব্যথার বানে ভাসুক
তোমার প্রণয় পীড়িতে‌ হেরিব
দীন ও দুঃখে আসুক।

কাঁদুক না’হয় মিনতি মম
হাসিরে করিনু মানা
ভুলিতে ভুলিব বিষের বাঁশি
সকল জানা শোনা।


There is no ads to display, Please add some