দক্ষিণ আফ্রিকায় সড়ক দূর্ঘটনায় সোনাগাজীর যুবক নিহত


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন / ৮৭
দক্ষিণ আফ্রিকায় সড়ক দূর্ঘটনায় সোনাগাজীর যুবক নিহত

শহিদুল ইসলাম, ফেনী প্রতিনিধি-

দক্ষিণ আফ্রিকার ব্রীটশ শহরে সড়ক দুর্ঘটনায় ফেনীর সোনাগাজীর মোশাররফ হোসেন মিলন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী জিয়াউর রহমান জানান, বাংলাদেশী ইসলামিক বক্তা মিজানুর আজহারীর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ মিডরেন্ড তুর্কি মসজিদের মাহফিল থেকে ফেরার পথে (১৩ জুলাই) শনিবার বাংলাদেশ সময় রাত ৩ টার সময় সে দূর্ঘটনার কবলে পড়ে। এসময় তার ব্যাক্তিগত প্রাইভেট গাড়ির সাথে অন্য একটি লরি গাড়ির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়, এই ঘটনায় অপর ২ জন বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

নিহতদের পরিবার জানান, ২০১৫ সালে জীবিকার তাগিদে সে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়, তখন থেকে ব্রীটস শহরের মাবালামা নামকস্থানে ব্যবসা করে আসছিল। নিহত মিলনের ৫ বছরের একটি মেয়ে ও ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল জানান, মিলনের মৃত্যুর খবরটি শুনেছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি, তার মৃত দেহ দেশে ফিরে আনতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


There is no ads to display, Please add some