দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম থেকে তৃনমূল দলের হয়ে ঝড়ের মতো দলীয় প্রচার শুরু করে দিলেন সব্যসাচী গায়েন।।


প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৩, ২:২৬ অপরাহ্ন / ৯২৫
দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম থেকে তৃনমূল দলের হয়ে ঝড়ের মতো দলীয় প্রচার শুরু করে দিলেন সব্যসাচী গায়েন।।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

পঞ্চায়েত নির্বাচন এখনো অনেক বাকি, তাতে কি হয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ এবং সাধারণ মানুষের জন্য তৃনমূল দলের সভানেত্রীর বিভিন্ন পরিকল্পনা ও চিন্তাধারা বাস্তবায়নের লক্ষ্যে যে নিদিষ্ট কর্মসূচি পালন করেছেন তা আম আদমি র কাছে পৌঁছে দিতে ঝড়ের মতো প্রচার শুরু করে দিয়েছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের রঙ্গীলাবাদ অঞ্চল এলাকার বিষ্ণুপুর ১০১,নাম্বার, বুথে তৃনমূল দলের নেতা ও কর্মীদের নিয়ে দলীয় প্রচার শুরু করে দিয়েছে। কারণ হিসেবে তিনি মগরাহাট পশ্চিমের ১,ব্লক, উন্নয়ন সমিতির সভাপতি ছিলেন একসময়। সেই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে এই রঙ্গীলাবাদ অঞ্চল প্রধান ছিলেন। কাজের সূত্র ধরে তিনি মগরাহাট পশ্চিমের সাধারণ মানুষের মধ্যে বেশি সময় ধরে সেবা প্রদান করতে পেরেছেন। তার কর্মদক্ষতা আজও সাধারণ ভুলতে পারে না। তিনি কৃষক ভাতা শিক্ষা ভাতা এবং সাধারণ মানুষের জন্য খাল কেটে বহু দূর থেকে জল নিয়ে এসে গরীব লোকদের চাষের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করেছে। তার জামানায় প্রতিটি মানুষের জন্য জল নিকাশি ব্যাবস্থা ও রাস্তা ঘাট ও ইস্কুল কলেজ তৈরি করতে সক্ষম হন। তিনি পশ্চিম বাংলার তৃনমূল দলের সভানেত্রী এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সব কাজ কে বাস্তবায়নে রূপ দেন। পরবর্তীতে মগরাহাট পশ্চিমের কিছু করে খাওয়া তৃনমূল দলের নেতা ও নেত্রী তাকে দূরে সরিয়ে দেন। কিন্তু সচ্ছ মানুষ হিসেবে পরিচিত সাবেক মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা সব্যসাচী গায়েন আজও নিষ্ঠার সাথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আম আদমি র জন্য কাজ করে চলেছে তৃনমূল দলের হয়ে।।


There is no ads to display, Please add some