[gtranslate]

দলীয় নেতাকর্মিদের যে কথা বললেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন / ১২৬
দলীয় নেতাকর্মিদের যে কথা বললেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা

স্টাফ রিপোর্টারঃ আসন্ন  ত্রয়ো্দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজিপুরে বিএনপির এমপি মনোনয়ন দৌঁড়ে রয়েছেন তিনজন প্রার্থী। এদের মধ্যে সেলিম রেজা কাজিপুরের মাটি ও মানুষের কাছাকাছি থেকে দলকে সুসংহত করেছেন। অতীতে বিপদে নেতাকর্মিদের পাশে দাঁড়িয়েছেন।এখনও প্রচারে তিনি সরব।

আরেকজন বিএনপির জেলা শাখায় নেতৃত্ব দেয়া ত্যাগী নেতা নাজমুল হাসান তালুকদার রানা। তিনি জেলা শহরের বাসিন্দা।কিন্তু জন্মস্থান কাজিপুরে রয়েছে তার শিকড়ের টান।এই তল্লাটের মানুষের সাথে তারও সখ্যতা রয়েছে।

আরেকজন সঙ্গীত শিল্পী কনকচাঁপার দাদার বাড়ি কাজিপুরে। তার বাবা  বা  তার কাজিপুরে   কোন বাড়ি নেই। তবে তিনিও প্রচারে সময় ব্যয় করে মানুষকে উন্নয়নের নানা দিক তুলে ধরছেন , নিজস্ব পরিকল্পনার কথা বলছেন। ২০১৮ সালে দলীয় টিকিট পেয়েছিলেন সে কথাও তিনি প্রচার করছেন। সমর্থন আদায়ের চেষ্টা করছেন ।

কাজিপুরের জনগণ এই ত্রিমুখী প্রচার আর মনোনয়ন দৌড়কে কেন্দ্র করে অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। সেই অবস্থা থেকে জনগণকে বেরিয়ে এসে প্রকৃত কর্মির পরিচয় দিয়ে দলের জন্যে কাজ করার আহবান জানিয়ে একটি বার্তা দিয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ২০২০ সালে এমপি পদে দলীয় মনোনয়ন প্রাপ্ত নেতা সেলিম রেজা। তার বক্তব্যটি তুলে ধরা হলো—

প্রিয় কাজিপুরবাসী,
আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ও নেতাকর্মীদের বিভ্রান্ত করতে নানা অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্রমূলক প্রচারণায় বিভ্রান্ত না হয়ে, নেতাকর্মীদের আরও সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল হতে হবে।
কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে হতাশ না হয়ে, ধৈর্য্য ও শৃঙ্খলা বজায় রেখে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানাচ্ছি।
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং সিরাজগঞ্জ-১ (কাজিপুর+ আংশিক সদর ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা বলেন, “এই সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও জনগণের আস্থা। যারা বিএনপিকে ভালোবাসেন, দলের আদর্শকে হৃদয়ে ধারণ করেন, তারা কখনো নেতিবাচক গুজব বা ব্যক্তিগত আক্রোশে বিভ্রান্ত হয়ে পড়েন না। আমাদের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে, অহেতুক বিতর্ক বা মনোমালিন্য পরিহার করে আমাদের সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম বিএনপি চালিয়ে যাচ্ছে, সেটিকে সফল করতে হলে সবাইকে নিজ অবস্থান থেকে দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। বিভক্তি বা বিশৃঙ্খলা নয়—এখন দরকার ঐক্য, সহনশীলতা ও সংগঠনের প্রতি অঙ্গীকার। কাজিপুর উপজেলা বিএনপি একটি ঐতিহ্যবাহী সংগঠন, এখানকার নেতাকর্মীরা অতীতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। সেই সাহস, ধৈর্য্য ও রাজনৈতিক প্রজ্ঞারই আজ নতুন করে প্রয়োজন।”
তিনি বলেন আরোও বলেন , “আমি আমার সকল নেতাকর্মী ভাই ও সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানাচ্ছি—মাঠে থাকুন, সংগঠনের পাশে থাকুন, জনগণের কাছে থাকুন। গুজব নয়, গণআস্থা নিয়েই আমরা সামনের নির্বাচন ও আন্দোলনের জন্য প্রস্তুত হব। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে আমরা সফল হব।”
                              বিনীত— আপনাদের সেলিম রেজা।